আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং করবে লিটন দাসের দল। খেলাটি আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী , শামীম হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আরব আমিরাত একাদশ
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।