ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা Logo খুলনায় তেলবাহী ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩   Logo বড়ভাই ডেভিল হ্যান্টে, মেজো ভাইকে খুন: গ্রেপ্তার ১ Logo মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান, পুলিশের হাতে গ্রেপ্তার Logo কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ Logo ‘জামায়াত আল্লাহ তা’য়ালার ভয় ও জবাবদিহীর অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে’ Logo ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই শান্ত Logo ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী আতাউর রহমান সরকার Logo ভারতের পুশইন ও পানি আগ্রাসন নিয়ে সতর্ক থাকতে হবে: মঞ্জু Logo ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন, আরেকদিকে হুমকি দেন: ইরান

সালিশি বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সালিশি বৈঠক শেষে পূর্বশত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে বরকোটা পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন,শাকিল (২৯) বিটেশ্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। সে বিটেশ্বর বাজারে কসাইয়ের কাজ করত। তার চাচাতো ভাইয়ের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সালিশ বৈঠকে ছিল সে।

গ্রেপ্তার মো. জাকির হোসেন বরকোটা (নোয়াপাড়া) গ্রামের মৃত নৈবর আলীর ছেলে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ মে) মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকের দ্বন্দ্বকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উভয়কে নিয়ে সালিশ বৈঠক বসে বিটেস্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিশ বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন।

তিনি জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক এবং বিটেশ্বর এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে গত বুধবার (১৪ মে) ঝগড়া হয়। এ বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশা চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হলে তা মেনে নিয়ে তিনি এক হাজার টাকা জমা দেন। দুদিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ দরবার সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করছিল, তখন শাকিল তাদেরকে বলে ‘দরবারে যা হয়েছে সবাই মানছে, এখন গালাগালি করে কী হবে’। এটা বলার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারে এবং ছুরি দিয়ে জখম করে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি পথে মারা যান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিটেশ্বর এলাকায় সালিশ বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে পালাতে সহায়তা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

সালিশি বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ০৩:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সালিশি বৈঠক শেষে পূর্বশত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে বরকোটা পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন,শাকিল (২৯) বিটেশ্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। সে বিটেশ্বর বাজারে কসাইয়ের কাজ করত। তার চাচাতো ভাইয়ের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সালিশ বৈঠকে ছিল সে।

গ্রেপ্তার মো. জাকির হোসেন বরকোটা (নোয়াপাড়া) গ্রামের মৃত নৈবর আলীর ছেলে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ মে) মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকের দ্বন্দ্বকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উভয়কে নিয়ে সালিশ বৈঠক বসে বিটেস্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিশ বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন।

তিনি জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক এবং বিটেশ্বর এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে গত বুধবার (১৪ মে) ঝগড়া হয়। এ বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজিচালিত অটোরিকশা চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হলে তা মেনে নিয়ে তিনি এক হাজার টাকা জমা দেন। দুদিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ দরবার সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করছিল, তখন শাকিল তাদেরকে বলে ‘দরবারে যা হয়েছে সবাই মানছে, এখন গালাগালি করে কী হবে’। এটা বলার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারে এবং ছুরি দিয়ে জখম করে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি পথে মারা যান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিটেশ্বর এলাকায় সালিশ বৈঠক শেষে মারামারির ঘটনায় শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।