মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুর ইসলাম (২৬) নামে এক ফটোগ্রাফার নিহত হয়েছেন। তার কাছ থাকে দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর মন্দিরের গলিতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নুর ইসলামের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া থানার সুজনকাঠি গ্রাম। তার বাবার নাম আবুল ফকির। ঢাকার ধানমন্ডি শঙ্কর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন।
নিহতের বড় ভাই ওসমান গনি বলেন, “নুর ইসলাম ডে ইভেন্টের ফটোগ্রাফার ছিলো। রাতে মুঠোফোনে খবর পাই ওকে মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল ছুটে যাই। সেখানে গিয়ে ছোট ভাইয়ের রক্তাক্ত লাশ দেখতে পাই।”
তিনি আরো বলেন, “নুর ইসলাম ও তার বন্ধু ইমনকে নিয়ে রিকশা করে মোহাম্মদপুর মন্দির গলি দিয়ে যাচ্ছিলো। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নুর বাধা দিলে ছুরিকাঘাত করে।