ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার হলো আরেক শ্রমিক দল নেতা

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম শওকত হত্যা মামলায় সাবেক এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (৩৫), যিনি এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া ও জুয়েল কান্তি বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চকরিয়া উপজেলার কাকারা দরগাহ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাজ্জাদ হোসেন পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার মোহাম্মদ ছবির ছেলে। তিনি পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম শওকত, যিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত শহিদুল ইসলাম শওকত (৩৬) পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার বাসিন্দা এবং পেকুয়া পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মৃত শফিউল আলমের পুত্র।

ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দেয়, তবে পুলিশ ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের চিহ্নিত করে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ, আসতে পারে কর্মসূচি

শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার হলো আরেক শ্রমিক দল নেতা

আপডেট সময় ০৮:০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম শওকত হত্যা মামলায় সাবেক এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (৩৫), যিনি এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া ও জুয়েল কান্তি বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চকরিয়া উপজেলার কাকারা দরগাহ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাজ্জাদ হোসেন পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার মোহাম্মদ ছবির ছেলে। তিনি পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম শওকত, যিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত শহিদুল ইসলাম শওকত (৩৬) পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার বাসিন্দা এবং পেকুয়া পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মৃত শফিউল আলমের পুত্র।

ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দেয়, তবে পুলিশ ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের চিহ্নিত করে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।