ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল Logo চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo জবি শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষার নামে প্রতারণা করা হয়: শিবির সভাপতি Logo নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডলার গ্রেফতার Logo গোবিন্দগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: প্রাণ গেল এক বৃদ্ধের, আহত অন্তত ১০ Logo জবি শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপাচার্য-কোষাধ্যক্ষ Logo সাড়ে তিন বছর পর আদালতের রায়ে চেয়ারম্যান জামায়াত নেতা সাইয়েদ Logo ড. ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Logo সাম্য হত্যার প্রতিবাদে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হরিরামপুরে ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ

আ’মী লীগ নিয়ে ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন আয়োজন ও পরিচালনা বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়া। এ বিষয়ে আমরা সবাইকে আহ্বান জানাই- আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধাশীল থাকে।

মঙ্গলবার (১৩ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা। আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ কিছু কার্যকলাপ দেশের স্থিতিশীলতা ও ন্যায়বিচার ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠছিল।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আমরা স্মরণ করি কীভাবে আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

আ’মী লীগ নিয়ে ভারতের প্রতিক্রিয়ায় জবাব দিলেন প্রেস সচিব

আপডেট সময় ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন আয়োজন ও পরিচালনা বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়া। এ বিষয়ে আমরা সবাইকে আহ্বান জানাই- আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধাশীল থাকে।

মঙ্গলবার (১৩ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা। আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ কিছু কার্যকলাপ দেশের স্থিতিশীলতা ও ন্যায়বিচার ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠছিল।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আমরা স্মরণ করি কীভাবে আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি।