ভারতের পাঞ্জাবের অমৃতসরে মিথানল মেশানো মদ ‘মুনশাইন’ পান করে ২১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাতে পাঞ্জাবের অমৃতসর জেলার পাঁচ গ্রামে মদ পান করার পর তাদের মৃত্যু হয়।
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে তৈরি কমদামী এ মদ পান করে প্রতি বছর ভারতে শত শত মানুষ মারা যায়। মদের কার্যকারিতা বাড়ানোর জন্য এতে প্রায়শই মিথানল মেশানো হয়, যা অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।
অমৃতসরের জেলা জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১ জনে পৌঁছেছে। আরও ১০ জন হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় ১০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। ঘটনার রহস্য উন্মোচন ও জড়িত সকলকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত চলমান রয়েছে।
দায়িত্বে অবহেলার জন্য জেলার মাজিথা মহকুমায় ডিএসপি অমোলক সিং এবং স্টেশন হাউস অফিসার অবতার সিংকে বরখাস্ত করেছে প্রশাসন। ডিজিপি গৌরব যাদব বলেছেন, অভিযুক্ত মূল হোতা সাহেব সিং লুধিয়ানার একটি কোম্পানি থেকে মিথানল কিনেছিলেন।
এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গত বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মুনশাইন পান করে ৫৩ জন মানুষের মৃত্যু হয়েছিল।