রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ খবরে রাত ২টার দিকে ঢাবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করলে অধ্যাপক ড. নিয়াজ আহমদ নিজেই বাসভবন থেকে বের হয়ে আসেন। পরবর্তীতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করলে তাতে যোগ দেন তিনি নিজেই।
এসময় অধ্যাপক ড. নিয়াজ আহমদের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের। পরে মিছিলটি টিএসসির দিকে যেতে দেখা গেছে।
নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।