ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ Logo এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’কর্মসূচিতে হামলায় ছাত্রশিবিরে গভীর উদ্বেগ ও নিন্দা Logo আবারও সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Logo গোপালগঞ্জে ডিসির বাংলোয় নিষিদ্ধ ছাত্রলীগে হামলা, পুলিশ সদস্য আহত Logo দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষ চলছে Logo আ. লীগের হামলায় পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা Logo সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আট দিন রিমান্ডে Logo গোপালগঞ্জে এবার ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর Logo ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’ Logo সাবেক বিএনপি নেতা পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল

রান্নাঘরে বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়ার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কে বা কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ

রান্নাঘরে বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৮:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়ার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কে বা কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷

তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।