ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের Logo সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ Logo হাসিনার সাবেক সামরিক সচিক মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে গেলেন প্রধান উপদেষ্টা Logo আজ টিভিতে ব্যালন ডি’অর অনুষ্ঠান যা দেখবেন Logo ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু Logo ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২

লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে মানি লন্ডারিং পরিচালনার অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় আটক করা হয়েছে দুই ব্যবসায়ীকে।

সোমবার (১২ মে) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত।

আটক ব্যক্তিরা হলেন—মেসার্স আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও নিতাই রায় বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

অভিযানে ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মুদ্রার স্থানীয় মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৪৮ লাখ ৬১০ টাকা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে মানি লন্ডারিংয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রাহাত জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাই। অভিযানে বিপুল বিদেশি মুদ্রাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২

আপডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে মানি লন্ডারিং পরিচালনার অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় আটক করা হয়েছে দুই ব্যবসায়ীকে।

সোমবার (১২ মে) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত।

আটক ব্যক্তিরা হলেন—মেসার্স আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও নিতাই রায় বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

অভিযানে ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মুদ্রার স্থানীয় মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৪৮ লাখ ৬১০ টাকা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে মানি লন্ডারিংয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রাহাত জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাই। অভিযানে বিপুল বিদেশি মুদ্রাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।