ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে Logo ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের Logo আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব Logo অবশেষে চলতি মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি Logo এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার দাবি Logo লক্ষ্মীপুরে ১২ দেশের বিদেশি মুদ্রা উদ্ধার, মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক ২ Logo “মুন্সীগঞ্জ ছাত্র আন্দোলন হত্যাকাণ্ড সহ ১৪ মামলার আসামী চাক্কু মিলন গ্রেফতার” Logo পাবনায় নার্সিং শিক্ষার্থীদের ১ দফা দাবি এবং আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কটের ডাক Logo রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর Logo র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনীঃ পানিসম্পদ উপদেষ্টা

আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুন মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল একসময় তিনটি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। খালে এক দশক আগেও চলত যাত্রী ও মালবাহী নৌযান। এখন দূষণ-দখলে খালটি মৃত। সাত কিলোমিটার খালের প্রায় পুরোটাই এখন কল-কারাখানা আর বাসাবাড়ীর ময়লার ভাগাড়।

অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, বর্ষার মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।

এসময় অন্যানের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (ইস্ট রিজিয়ন) প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ, নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম, তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর, সহকারি একান্ত সচিব আশিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কেরানীগঞ্জ উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত ২ জেলে

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনীঃ পানিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৭:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুন মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল একসময় তিনটি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। খালে এক দশক আগেও চলত যাত্রী ও মালবাহী নৌযান। এখন দূষণ-দখলে খালটি মৃত। সাত কিলোমিটার খালের প্রায় পুরোটাই এখন কল-কারাখানা আর বাসাবাড়ীর ময়লার ভাগাড়।

অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, বর্ষার মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।

এসময় অন্যানের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (ইস্ট রিজিয়ন) প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী, কেন্দ্রীয় অঞ্চল প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ, নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম, তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর, সহকারি একান্ত সচিব আশিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কেরানীগঞ্জ উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।