সম্প্রতি ফ্যাসিস্ট চরিত্রের অভিযোগে আওয়ামী লীগ রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দেশজুড়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আয়োজিত হয়েছে আনন্দ মিছিল ও গরু ভোজের আয়োজন।
রবিবার (১১মে) মাদরাসা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ ছাত্র ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে সকাল থেকেই লুঙ্গি মিছিল ও প্রচারণা চালানো হয় । পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ আনন্দ মিছিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের এলাকায় ঘুরে ফিরে আসে।
অনুষ্ঠানের একপর্যায়ে মাদরসার সাধারণ ছাত্রদের পক্ষ থেকে গরু জবাই করে গণভোজের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশব্যাপী দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্র হরণ করায় জনগণের মনে ক্ষোভ জমে ছিল। এ নিষেধাজ্ঞা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে মানুষ গ্রহণ করেছে।