কুষ্টিয়ার কুমারখালীতে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন শাহরিয়ার অন্নব রিউশা (১৮) নামের এক শিক্ষার্থী। পরিবারের দাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে।
রোববার (১১ মে ) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী শাহরিয়ার অন্নব রিউশা ওই এলাকার সোহেল রানার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, রিউশা মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন কিন্তু কোথাও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার (১০ মে) রাত থেকে রিউশা নিখোঁজ হন। পরে সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে রিউশার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
তারা আরও জানান, রিউশা ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে মানুষিকভাবে ভেঙে পড়েন এবং সকলের অগোচরে নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, সকালে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।