ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে র‍্যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনীঃ পানিসম্পদ উপদেষ্টা Logo বাজেট না বাড়লে যমুনা অভিমুখে লং মার্চ: জবি শিক্ষক শিক্ষার্থীদের হুঁশিয়ারি Logo আ.লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি Logo পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন Logo ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন Logo হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ Logo সিভিল সার্জনরা মন থেকে চাইলে সেবার মান ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা Logo বাঁশখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু Logo তীব্র গরমে বাগেরহাটের মাঠে হাহাকার’পান-সবজি-মাছ চাষে বিপর্যয়

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মুর্শেদ আলী চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মুর্শেদ নিজেই হয়ে ওঠেন গোলের রচয়িতা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে ভুটানের রক্ষণভাগ ভুল করে বসে, আর সুযোগটা কাজে লাগিয়ে সুমন সরেন বল জালে পাঠান।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেক বেশি গোছানো ও সতর্ক। মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কোনো বড় ভুল করেননি ডিফেন্ডাররা। শেষ মুহূর্তে আক্রমণভাগের সমন্বিত এক প্রচেষ্টায় আবারও উজ্জ্বল হয়ে ওঠেন অধিনায়ক ফয়সাল। চূড়ান্ত মিনিটে তার গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।

আগামী ১৬ মে নির্ধারিত সেমিফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও অন্য গ্রুপ থেকে ভারত ও নেপাল সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে র‍্যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মুর্শেদ আলী চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মুর্শেদ নিজেই হয়ে ওঠেন গোলের রচয়িতা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে ভুটানের রক্ষণভাগ ভুল করে বসে, আর সুযোগটা কাজে লাগিয়ে সুমন সরেন বল জালে পাঠান।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেক বেশি গোছানো ও সতর্ক। মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কোনো বড় ভুল করেননি ডিফেন্ডাররা। শেষ মুহূর্তে আক্রমণভাগের সমন্বিত এক প্রচেষ্টায় আবারও উজ্জ্বল হয়ে ওঠেন অধিনায়ক ফয়সাল। চূড়ান্ত মিনিটে তার গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।

আগামী ১৬ মে নির্ধারিত সেমিফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও অন্য গ্রুপ থেকে ভারত ও নেপাল সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে।