কুষ্টিয়ায় যমুনার কর্মসূচিকে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ মে) বিকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে শুরু হয়ে কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার সেক্রেটার রায়হান আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ মোঃ সেলিম রেজা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাওলানা আব্দুল লতিফ খান এবং ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ সাজ্জাত হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারী মোঃ ইউসুফ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উপজেলা উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদ, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইমরান হোসাইন সহ সাধারণ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যমুনা কর্মসূচিকে সংহতি জানিয়ে, সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, ষোলো বছরের গুম খুন সহ সকল গণহত্যার বিচার,জুলাই সনদ ঘোষনা এবং আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে জানান বক্তারা।