ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু Logo যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানা হবে না: নাহিদ Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি Logo রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কোয় প্রেসিডেন্ট শি জিনপিং Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

আন্তর্জাতিক দিগন্তে তাফসীরচর্চা: আব্দুদ্দায়্যান ইউনুছ এর অনন্য অবদান

ছবি: ড. আব্দুদ্দায়্যান মুহাম্মদ ইউনুছ

 

নোয়াখালী জেলার হাতিয়ার কৃতি সন্তান, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ ড. আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ যুক্তরাজ্যের প্রখ্যাত The University of Birmingham থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল “Tracing the Tafsir Tradition in the Indian Sub-continent: An Analysis of Prominent Arabic, Urdu, Bengali and English Commentaries on the Quran”।

ড. ইউনুছের জন্ম নোয়াখালীর হাতিয়া থানার এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে। তাঁর পিতা ছিলেন মৌলভী মুজাফফর আহমদ এবং মাতা মজিবা খাতুন। তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাযিল ও কামিল পরীক্ষায় বৃত্তিসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক লাভ করেন।

২০০১ সালে তিনি “সাইয়েদ কুতুব ও তাঁর তাফসীর ফী যিলালিল কুরআন : একটি পর্যালোচনা” শীর্ষক গবেষণায় এমফিল ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৩ সালে Tower Hamlets College থেকে Access to Humanities কোর্স এবং ২০০৬ সালে Middlesex University থেকে Social Work বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি লেখালেখিতেও ড. ইউনুছ সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ইতোমধ্যে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ৩০টির অধিক। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে মানুষের শেষ ঠিকানা, ইসলামে হজ্জ ও ওমরা, সাইয়েদ কুতুব : জীবন ও কর্ম, ইউরোপে ইসলাম ও মুসলমান, তাফসীর চর্চার ইতিহাস, বিশ্ববিখ্যাত তাফসীর ও মুফাসসির, আমরা দাওয়াতী কাজ কিভাবে করবো, ভারসাম্যপূর্ণ জীবন ও সময় ব্যবস্থাপনা ইত্যাদি। তাঁর লেখা প্রায় ২০০টিরও বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ড. ইউনুছ বিভিন্ন আন্তর্জাতিক দাওয়াতি ও গবেষণা সংগঠনের সাথে সম্পৃক্ত। Human Care Initiative, মুসলিম কালচারাল এসোসিয়েশন ইউরোপ, দারুল কুরআন ফাউন্ডেশন ঢাকা প্রভৃতি সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, তুরস্ক, মালয়েশিয়া, মিশর, জাপানসহ ৪০টিরও বেশি দেশ সফর করেছেন এবং বহু আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিজীবনে তিনি রোজী সাজেদা আউয়ালকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। তাঁদের ছয় সন্তান: ইবরাহীম জাওয়াদ, আহমদ উমায়ের, মুসা আমের, ইয়াহইয়া আম্মার, হান্নাহ রোজ এবং সোহাইল দাইয়ান।

ড. আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং উপমহাদেশীয় তাফসীরচর্চায় এক অনন্য সংযোজন। তাঁর গবেষণা আগামী প্রজন্মকে কুরআনভিত্তিক জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু

আন্তর্জাতিক দিগন্তে তাফসীরচর্চা: আব্দুদ্দায়্যান ইউনুছ এর অনন্য অবদান

আপডেট সময় ০৮:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

নোয়াখালী জেলার হাতিয়ার কৃতি সন্তান, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ ড. আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ যুক্তরাজ্যের প্রখ্যাত The University of Birmingham থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল “Tracing the Tafsir Tradition in the Indian Sub-continent: An Analysis of Prominent Arabic, Urdu, Bengali and English Commentaries on the Quran”।

ড. ইউনুছের জন্ম নোয়াখালীর হাতিয়া থানার এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে। তাঁর পিতা ছিলেন মৌলভী মুজাফফর আহমদ এবং মাতা মজিবা খাতুন। তিনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাযিল ও কামিল পরীক্ষায় বৃত্তিসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক লাভ করেন।

২০০১ সালে তিনি “সাইয়েদ কুতুব ও তাঁর তাফসীর ফী যিলালিল কুরআন : একটি পর্যালোচনা” শীর্ষক গবেষণায় এমফিল ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৩ সালে Tower Hamlets College থেকে Access to Humanities কোর্স এবং ২০০৬ সালে Middlesex University থেকে Social Work বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি লেখালেখিতেও ড. ইউনুছ সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ইতোমধ্যে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ৩০টির অধিক। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে মানুষের শেষ ঠিকানা, ইসলামে হজ্জ ও ওমরা, সাইয়েদ কুতুব : জীবন ও কর্ম, ইউরোপে ইসলাম ও মুসলমান, তাফসীর চর্চার ইতিহাস, বিশ্ববিখ্যাত তাফসীর ও মুফাসসির, আমরা দাওয়াতী কাজ কিভাবে করবো, ভারসাম্যপূর্ণ জীবন ও সময় ব্যবস্থাপনা ইত্যাদি। তাঁর লেখা প্রায় ২০০টিরও বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ড. ইউনুছ বিভিন্ন আন্তর্জাতিক দাওয়াতি ও গবেষণা সংগঠনের সাথে সম্পৃক্ত। Human Care Initiative, মুসলিম কালচারাল এসোসিয়েশন ইউরোপ, দারুল কুরআন ফাউন্ডেশন ঢাকা প্রভৃতি সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, তুরস্ক, মালয়েশিয়া, মিশর, জাপানসহ ৪০টিরও বেশি দেশ সফর করেছেন এবং বহু আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিজীবনে তিনি রোজী সাজেদা আউয়ালকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। তাঁদের ছয় সন্তান: ইবরাহীম জাওয়াদ, আহমদ উমায়ের, মুসা আমের, ইয়াহইয়া আম্মার, হান্নাহ রোজ এবং সোহাইল দাইয়ান।

ড. আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং উপমহাদেশীয় তাফসীরচর্চায় এক অনন্য সংযোজন। তাঁর গবেষণা আগামী প্রজন্মকে কুরআনভিত্তিক জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।