আজ বৃহস্পতিবার ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে তিন দিনব্যাপী কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব।
বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগীতায় ও প্রত্মত্ব বিভাগের উদ্যোগে কবি গুরুর শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিন ব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপী উৎসবের পাশাপাশি থাকছে গ্রামীণ মেলা।
আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ সিদ্দিক, স্মারক বক্তব্য রাখবেন অধ্যাপক মনসুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এর পর বিরতি দিয়ে দুপুর ২টা থেকে শুরু হবে রবীন্দ্রনাথের গান, গল্প ও কবিতা নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্টান চলবে রাত ১১ টা পর্যন্ত।
রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী।
অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ, র্যাব, বিজিবি, সাদাপোশাকে আইনশৃংলাবাহিনী ও গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে।