ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু Logo যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানা হবে না: নাহিদ Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি Logo রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কোয় প্রেসিডেন্ট শি জিনপিং Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

আওয়ামী আমলাদের অপসারণের দাবি : সচিবলয়ে এএফএম-এর স্মারকলিপি প্রদান

সচিবলয় থেকে আওয়ামী লীগের মদদপুষ্ট সচিব-আমলাদের অপসরণের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন (এএফএম) ৭টা উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রনালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের (এএফএম) সদস্য সচিব ফারহান সরকার দিনারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দেয়।

এএফএম-এর সদস্য সচিব ফারহান জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় হয় এবং বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদের অধ্যায়ের পতন হয়। প্রায় ৩০ হাজার আহত ও ২ হাজার ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অন্তত দুঃখের সহিত বলতে হচ্ছে যে, এই অন্তবর্তী কালীন সরকারের বিভিন্ন দপ্তরে ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজন সুবিধাভোগী আমলারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। যা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনভাবেই কাম্য ছিল না।

ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজনের মধ্যে উল্লেখযোগ্য, সাতক্ষীরা জেলায় জুলাই গণহত্যা পরিচালনাকারী মূল হোতা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, আওয়ামী আস্থাভাজন শেখ মুজিব জন্মবার্ষিকী পালনে শত শত কোটি টাকা লোপাটের নায়ক কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা এখনও সচিব হিসেবে থাকা জুলাই আগস্টের বিপ্লবের সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সকল চিহ্নিত ফ্যাসিস্ট আমলাদের অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু

আওয়ামী আমলাদের অপসারণের দাবি : সচিবলয়ে এএফএম-এর স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সচিবলয় থেকে আওয়ামী লীগের মদদপুষ্ট সচিব-আমলাদের অপসরণের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন (এএফএম) ৭টা উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রনালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের (এএফএম) সদস্য সচিব ফারহান সরকার দিনারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দেয়।

এএফএম-এর সদস্য সচিব ফারহান জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় হয় এবং বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদের অধ্যায়ের পতন হয়। প্রায় ৩০ হাজার আহত ও ২ হাজার ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অন্তত দুঃখের সহিত বলতে হচ্ছে যে, এই অন্তবর্তী কালীন সরকারের বিভিন্ন দপ্তরে ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজন সুবিধাভোগী আমলারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। যা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনভাবেই কাম্য ছিল না।

ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজনের মধ্যে উল্লেখযোগ্য, সাতক্ষীরা জেলায় জুলাই গণহত্যা পরিচালনাকারী মূল হোতা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, আওয়ামী আস্থাভাজন শেখ মুজিব জন্মবার্ষিকী পালনে শত শত কোটি টাকা লোপাটের নায়ক কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, (চলতি দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা এখনও সচিব হিসেবে থাকা জুলাই আগস্টের বিপ্লবের সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সকল চিহ্নিত ফ্যাসিস্ট আমলাদের অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।