ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাসিনার সামনে দাঁড়িয়ে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার হোসেন Logo অবাধ, সুষ্ঠু ও শান্তিপূ নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা Logo চৌদ্দগ্রামে চিহ্নিত গরু চো/র মানিক এখন যুবদল নেতা! Logo আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব Logo সুন্দরগঞ্জে হঠাৎ অচেনা রোগে গরু-ছাগলের মৃত্যু,আক্রান্ত হচ্ছে মানুষও Logo নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা Logo নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo বিপিএলে তিন বছরের জন্য যুক্ত হচ্ছে আইএমজি Logo নিউইয়র্কে এনসিপির আখতার হোসেনকে ডিম নিক্ষেপ, মুখ খুললেন তাসনিম জারা Logo এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

  • মোশারফ
  • আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 165

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট থেকেও অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক।

অবসর নেওয়ার ঘোষণাটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘হ্যালো, সবাইকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। রোহিতের অবসরের ঘোষণায় দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ার থেমেছে।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনস টেস্ট দিয়ে ক্রিকেটের আদি সংস্করণে অভিষেক হয় তার। আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন গত বছর মেলবোর্নে। এ সময় দেশের হয়ে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন তিনি। ৩৮ বছর বয়সী ওপেনার ১৮ ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি।
সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় এবং দীর্ঘদিন ধরেই এই সংস্করণে ছন্দে না থাকায় রোহিতের অবসর গুঞ্জন চলছিল। ফর্ম এতই বাজে যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজের সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। অথচ, তখন তিনি অধিনায়ক ছিলেন। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

রোহিত অবসর নেওয়ায় এখন হয়তো তিনিই স্থায়ীভাবে দায়িত্ব পাচ্ছেন। এমনটা সত্যি হলে তার নেতৃত্ব আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার সামনে দাঁড়িয়ে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার হোসেন

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট থেকেও অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক।

অবসর নেওয়ার ঘোষণাটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘হ্যালো, সবাইকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। রোহিতের অবসরের ঘোষণায় দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ার থেমেছে।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনস টেস্ট দিয়ে ক্রিকেটের আদি সংস্করণে অভিষেক হয় তার। আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন গত বছর মেলবোর্নে। এ সময় দেশের হয়ে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন তিনি। ৩৮ বছর বয়সী ওপেনার ১৮ ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি।
সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় এবং দীর্ঘদিন ধরেই এই সংস্করণে ছন্দে না থাকায় রোহিতের অবসর গুঞ্জন চলছিল। ফর্ম এতই বাজে যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজের সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। অথচ, তখন তিনি অধিনায়ক ছিলেন। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

রোহিত অবসর নেওয়ায় এখন হয়তো তিনিই স্থায়ীভাবে দায়িত্ব পাচ্ছেন। এমনটা সত্যি হলে তার নেতৃত্ব আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত।