ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামী লীগ নিষিদ্ধে কুষ্টিয়ায় জামায়াতের শুকরানা সমাবেশ অনুষ্ঠিত Logo আ. লীগ নিষিদ্ধ: গরু জবাই করে খাওয়াচ্ছেন ‘শিশুবক্তা’ মাদানী Logo নাটোরে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জামায়াতের শোকরানা মিছিল Logo ব্রাহ্মণবাড়িয়া বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু Logo আওয়ামী লীগ নিষিদ্ধে বেনাপোলে জামায়াতে ইসলামী’র শুকরানা মিছিল ও সমাবেশ Logo ‌আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপির সাধুবাদ Logo কুরআন দিবসে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ এর হাফেজ সংবর্ধনা Logo সরকারের সিদ্ধান্ত বিএনপির কথার সঙ্গে মিলে গেছে : এ্যানি Logo রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ Logo আ.লীগ নিষিদ্ধের খবরে গাইবান্ধার সুন্দরগঞ্জে শিবিরের আনন্দ মিছিল

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের সেন্ট্রাল রোড, সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের সন্ঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ।

সমাবেশে মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের কায়েম হতে দেয়া হবে না। এদেশের ছাত্রসমাজ তা কায়েম করতে দেবে না। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ার করতে চাই, যারা ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে যান, ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। আমরা সকল ছাত্রসমাজ ও দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব করবো।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মু. নিজাম উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার মধ্য দিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে। এই ফ্যাসিস্ট কায়েমের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই ২০০৯ সালে বাংলাদেশে পিলখানা হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চৌকশ ৫৭ সেনা অফিসারসহ প্রায় ৭৪ জনকে সেদিন হত্যা করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির রায়কে কেন্দ্র করে প্রায় দুইশত মানুষকে হত্যা করা হয়। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের হাজারো কর্মীকে হত্যা করা হয়। আমরা আরও দেখতে পাই জুলাই বিপ্লবে দুই হাজারেরও অধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে উদাত্ত আহবান জানাতে চাই, বর্তমান সরকারকে যাতে বাংলাদেশে যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার দাবি করি।

তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর অসংখ্য মামলা হয়েছে, আমরা জানি এখন পর্যন্ত সাড়ে ১১ হাজার মামলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর রয়েছে। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, দীর্ঘ সাড়ে ১৫ বছর সারা বিশ্বই জানে বাংলাদেশে অবৈধ সরকার ক্ষমতায় ছিল। অবৈধ সরকারের সকল কার্যকমই অবৈধ। সেই সাড়ে ১১ হাজার অবৈধ মামলা আমরা বাতিল চাই। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এ.টি.এম আজহারুল ইসলাম ভাই, একটা অবৈধ ট্রাইব্যুনালের রায়ে এখনো কারাগারে আছেন। আমরা এই অবৈধ ট্রাইব্যুনালের বাতিল চাই এবং এ.টি.এম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি চাই।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধে কুষ্টিয়ায় জামায়াতের শুকরানা সমাবেশ অনুষ্ঠিত

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের সেন্ট্রাল রোড, সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের সন্ঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ।

সমাবেশে মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের কায়েম হতে দেয়া হবে না। এদেশের ছাত্রসমাজ তা কায়েম করতে দেবে না। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ার করতে চাই, যারা ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে যান, ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। আমরা সকল ছাত্রসমাজ ও দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব করবো।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মু. নিজাম উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার মধ্য দিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে। এই ফ্যাসিস্ট কায়েমের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই ২০০৯ সালে বাংলাদেশে পিলখানা হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চৌকশ ৫৭ সেনা অফিসারসহ প্রায় ৭৪ জনকে সেদিন হত্যা করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদির রায়কে কেন্দ্র করে প্রায় দুইশত মানুষকে হত্যা করা হয়। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের হাজারো কর্মীকে হত্যা করা হয়। আমরা আরও দেখতে পাই জুলাই বিপ্লবে দুই হাজারেরও অধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে উদাত্ত আহবান জানাতে চাই, বর্তমান সরকারকে যাতে বাংলাদেশে যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার দাবি করি।

তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর অসংখ্য মামলা হয়েছে, আমরা জানি এখন পর্যন্ত সাড়ে ১১ হাজার মামলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর রয়েছে। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, দীর্ঘ সাড়ে ১৫ বছর সারা বিশ্বই জানে বাংলাদেশে অবৈধ সরকার ক্ষমতায় ছিল। অবৈধ সরকারের সকল কার্যকমই অবৈধ। সেই সাড়ে ১১ হাজার অবৈধ মামলা আমরা বাতিল চাই। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এ.টি.এম আজহারুল ইসলাম ভাই, একটা অবৈধ ট্রাইব্যুনালের রায়ে এখনো কারাগারে আছেন। আমরা এই অবৈধ ট্রাইব্যুনালের বাতিল চাই এবং এ.টি.এম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি চাই।