বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন সামিত সোম। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। বাবা-মা দুইজনই বাংলাদেশি হলেও সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।
দেশটির হয়ে ২০২০ সালে দুটি আন্তর্জাতিক ম্যাচেও অংশ গ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যভালরি এফসিতে খেলছেন সামিত।
সবকিছু ঠিক থাকলে, বিদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ও তারিক কাজীর মতো জাতীয় দলের হয়ে আরেক তারকা ফুটবলার পেতে যাচ্ছে দেশের ফুটবল ভক্তরা।