ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‎ছাত্রদল নেতাকে মেরে ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে Logo ডাকসু নির্বাচনে বল পেন ব্যবহারে ভোট নষ্ট হয়েছে -আবিদ Logo রাবিতে কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় ক্লাস নিলেন অধ্যাপক মোর্শেদুল Logo নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে ধরল জনতা Logo রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১ Logo লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪ Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত

গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

সম্মেলনে দেশের ৪৪টি জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন আমচাষী, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজন জুড়ে আম চাষাবাদ, বাজারজাতকরণ, পরিবহন, সংরক্ষণ, রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন আম গবেষক, কৃষি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, দেশের মোট আম উৎপাদনের এক-তৃতীয়াংশ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এ জেলাকে কেন্দ্র করে প্রতি মৌসুমে প্রায় ২০ হাজার কোটি টাকার আম ও আমজাত পণ্যের বাণিজ্য হয়, যেখানে অন্তত ৪০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, “প্রতি মৌসুমে ৩০-৪০ শতাংশ আম ঝরে পড়ে, যা ব্যবহার হয় না। অথচ এসব আম প্রক্রিয়াজাত করে আচার, আমচুরসহ বিভিন্ন পণ্য উৎপাদন করলে প্রায় ৬ হাজার কোটি টাকার বাজার সৃষ্টি সম্ভব।”

উদ্যোক্তারা জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও মধ্যপ্রাচ্যে প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। তবে কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং ও হ্যান্ডলিংয়ের অভাব এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় বক্তারা রপ্তানিমুখী জোন নির্ধারণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “আম রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এজন্য রপ্তানি প্রক্রিয়া সহজ করতে হবে এবং চাঁপাইনবাবগঞ্জকে সরকারিভাবে ‘আমের রাজধানী’ ঘোষণা করতে হবে।”

ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের এডমিন শামীম খান বলেন, “আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা জরুরি। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক একেএম মুনজুরে মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া প্রমুখ।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, “আমকে ঘিরে যে বিপুল সম্ভাবনার কথা সম্মেলনে উঠে এসেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। সরকারিভাবে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎ছাত্রদল নেতাকে মেরে ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো দিনব্যাপী আম সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

সম্মেলনে দেশের ৪৪টি জেলা থেকে আসা প্রায় ৩৫০ জন আমচাষী, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজন জুড়ে আম চাষাবাদ, বাজারজাতকরণ, পরিবহন, সংরক্ষণ, রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন আম গবেষক, কৃষি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, দেশের মোট আম উৎপাদনের এক-তৃতীয়াংশ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এ জেলাকে কেন্দ্র করে প্রতি মৌসুমে প্রায় ২০ হাজার কোটি টাকার আম ও আমজাত পণ্যের বাণিজ্য হয়, যেখানে অন্তত ৪০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, “প্রতি মৌসুমে ৩০-৪০ শতাংশ আম ঝরে পড়ে, যা ব্যবহার হয় না। অথচ এসব আম প্রক্রিয়াজাত করে আচার, আমচুরসহ বিভিন্ন পণ্য উৎপাদন করলে প্রায় ৬ হাজার কোটি টাকার বাজার সৃষ্টি সম্ভব।”

উদ্যোক্তারা জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও মধ্যপ্রাচ্যে প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। তবে কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং ও হ্যান্ডলিংয়ের অভাব এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় বক্তারা রপ্তানিমুখী জোন নির্ধারণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “আম রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এজন্য রপ্তানি প্রক্রিয়া সহজ করতে হবে এবং চাঁপাইনবাবগঞ্জকে সরকারিভাবে ‘আমের রাজধানী’ ঘোষণা করতে হবে।”

ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের এডমিন শামীম খান বলেন, “আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা জরুরি। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক একেএম মুনজুরে মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া প্রমুখ।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, “আমকে ঘিরে যে বিপুল সম্ভাবনার কথা সম্মেলনে উঠে এসেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। সরকারিভাবে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।