নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে শহীদ আবু সাইদ একাদশ ও শহীদ মুগ্ধ একাদশের মাঝে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫-মে) সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর জেলার আয়োজনে এবং নোয়াখালী সরকারি কলেজ ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ❝জীবন একটাই,তাকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন❞ এই প্রতিপাদ্য নিয়ে শহীদ আবু সাঈদ একাদশ ও শহীদ মুগ্ধ একাদশের মাঝে “মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নোসক উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহর সভাপতিত্বে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ, নোসক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকী, নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক শহিদ আলম এবং সদস্য সচিব মোঃ নূর হোসাইন প্রমূখ।
খেলার নির্দিষ্ট সময়ে ১/০ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ আবু সাঈদ একাদশ এবং রানার্সআপ হয় শহীদ মুগ্ধ একাদশ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।