মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার হলরুমে শনিবার (৩ মে) সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গণমাধ্যমের স্বাধীনতা দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।
সিএমএফ এর সভাপতি দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক তৌহিদুর রহমান। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সিএমএফ এর উপদেষ্টা ও ডেইলি ডাজলিং ডন এর মুনজের আহমদ চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক যায়যায়দিনের ষ্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ ও সিএমএফ এর সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।
এসময় বক্তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নানা তথ্য ও মতামত তুলে ধরেন। মুক্ত গণমাধ্যমের জন্য রাষ্ট্র তথা দেশের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।