চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নীচুধুমী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নীচুধুমী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল ম্যাচ।
শনিবার (৩ মে) বিকেলে লালাপাড়া মোড়ের পাশে অবস্থিত মাঠে এই জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
২৪টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় মহানন্দা ইউনাইটেড ফুটবল দল ও বারঘরিয়া ইউনিয়ন ফুটবল দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহানন্দা ইউনাইটেড ১-০ গোলে বারঘরিয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর ও বারঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল আলীম বলেন, “খেলাধুলা যুব সমাজকে ধ্বংসের পথ থেকে দূরে রাখে, সামাজিক অবক্ষয় রোধ করে এবং শারীরিক ও নৈতিক উন্নয়নে সহায়তা করে।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রিমার্ক এল.এল.সি চাঁপাইনবাবগঞ্জের সেলস অফিসার মিজানুর রহমান মুকুল, ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।