ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তেই জামায়াতের প্রচেষ্টা” — মনিরুল ইসলাম Logo বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্বোধন Logo চাঁদপুর সরকারি কলেজে মাস্টার্স সমাপনী অনুষ্ঠান: বিদায়-অনুভবে হৃদয় ছুঁয়ে গেল এক বিকেল Logo এক সিনেমায় দেখা যাবে শাহরুখ ও আল্লু অর্জুনকে Logo নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেয়ে রিট Logo মঙ্গলবার যে সময় দেশে পৌঁছাবেন খালেদা জিয়া Logo সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেকের বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার Logo পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা Logo ক্ষুধায় কাঁদছে গাজার মানুষ,শিশুসহ মৃত্যু ৫৭ Logo টিভিতে যে খেলা দেখবেন আজ

নারীদের অধিকার আদায় ও নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার সকাল ৯টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

তিনি বলেন, ‘নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। এছাড়া আগামী ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে।’
সমাবেশে ১২ দফা সম্বলিত ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। ঘোষণাপত্রে প্রথমেই নারী সংস্কার কমিশন বাতিল এবং আলেম ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানানো হয়।

আজ সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

এদিন দুপুর ১টা ১১ মিনিটে আমিরের মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

ঢাকা ভয়েস/২৪, মমিনুল ইসলাম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

“ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তেই জামায়াতের প্রচেষ্টা” — মনিরুল ইসলাম

নারীদের অধিকার আদায় ও নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আপডেট সময় ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

শনিবার সকাল ৯টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

তিনি বলেন, ‘নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। এছাড়া আগামী ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে।’
সমাবেশে ১২ দফা সম্বলিত ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। ঘোষণাপত্রে প্রথমেই নারী সংস্কার কমিশন বাতিল এবং আলেম ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানানো হয়।

আজ সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

এদিন দুপুর ১টা ১১ মিনিটে আমিরের মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

ঢাকা ভয়েস/২৪, মমিনুল ইসলাম