ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ Logo আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর Logo মহান স্বাধীনতা দিবস পালনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত Logo আপনারা একটু মার খাবেন, দৌড়ের উপর থাকবেন কিন্তু নেত্রী ফিরবে না’– খালেদ মুহিউদ্দী Logo সরি,আর চুপ থাকতে পারলাম না-আব্দুল হান্নান মাসউদ Logo ২৪ এর অন্তর্ভুক্তি নয়, সংবিধানে আগের প্রস্তাবনাই চায় বিএনপি Logo আ.লীগ নিষিদ্ধের ইস্যু জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা নেওয়া হচ্ছে-রাশেদ Logo ব্যবসায়ীকে অপহরণ : যুবদল, জানাক নেতাসহ আটক ৫ Logo আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল Logo এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তুরস্ক, আটক ৩৪৩

মোবাইল কেনা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল কেনা মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

গতকাল শুক্রবার (২১ মার্চ) শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মহিন মিয়া, শিপন মিয়া, আল আমিন, মিনারা বেগম, ইয়াসমিন আক্তার, মমতা বেগম ও অজুফা বেগম। তাৎক্ষণিক বাকিদের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত অজুফা বেগমকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুরের ডেঙ্গাবাড়ির জীবন মিয়ার কাছ থেকে মোবাইল কেনেন জিহাদ মিয়া। পরদিন সন্ধ্যায় জীবন মিয়া টাকা না দিয়ে সেই ফোন জিহাদ মিয়ার কাছ থেকে ফেরত নেন। আগারবাড়ির শিপন মিয়া এর প্রতিবাদ করলে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে সালিশ বসানো হয়। এ সময় দুপক্ষের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। তখন আগারবাড়ির সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে নিজেদের লোকজনকে জড়ো হতে বলে। এ ঘোষণা শুনে দুপক্ষই দা, বল্লম, টেঁটা, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুপক্ষের ১৫ জন আহত হয়। উভয়পক্ষের ২০টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আগারবাড়ির শিপন মিয়া বলেন, ডেঙ্গাবাড়ির জীবন চুরি করা ফোন জিহাদ নামে এক শ্রমিকের কাছে বিক্রি করে আবার ফেরত নেয়। প্রতিবাদ করলে হামলা করে। সকালে সালিশেও হামলা চালায় তারা। বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত একজন বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে দোকানের মালপত্র তুলেছি। আমরা ঝগড়ায় ছিলাম না। এরপরও দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বাড়িঘরেও হামলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী জানান, উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনাসদস্যদের সহায়তায় সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

মোবাইল কেনা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল কেনা মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

গতকাল শুক্রবার (২১ মার্চ) শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মহিন মিয়া, শিপন মিয়া, আল আমিন, মিনারা বেগম, ইয়াসমিন আক্তার, মমতা বেগম ও অজুফা বেগম। তাৎক্ষণিক বাকিদের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে গুরুতর আহত অজুফা বেগমকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুরের ডেঙ্গাবাড়ির জীবন মিয়ার কাছ থেকে মোবাইল কেনেন জিহাদ মিয়া। পরদিন সন্ধ্যায় জীবন মিয়া টাকা না দিয়ে সেই ফোন জিহাদ মিয়ার কাছ থেকে ফেরত নেন। আগারবাড়ির শিপন মিয়া এর প্রতিবাদ করলে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে সালিশ বসানো হয়। এ সময় দুপক্ষের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। তখন আগারবাড়ির সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে নিজেদের লোকজনকে জড়ো হতে বলে। এ ঘোষণা শুনে দুপক্ষই দা, বল্লম, টেঁটা, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুপক্ষের ১৫ জন আহত হয়। উভয়পক্ষের ২০টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আগারবাড়ির শিপন মিয়া বলেন, ডেঙ্গাবাড়ির জীবন চুরি করা ফোন জিহাদ নামে এক শ্রমিকের কাছে বিক্রি করে আবার ফেরত নেয়। প্রতিবাদ করলে হামলা করে। সকালে সালিশেও হামলা চালায় তারা। বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত একজন বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে দোকানের মালপত্র তুলেছি। আমরা ঝগড়ায় ছিলাম না। এরপরও দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বাড়িঘরেও হামলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।

এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী জানান, উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনাসদস্যদের সহায়তায় সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।