ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অন্তর্বর্তী সরকার ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়: তারেক রহমান Logo শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীত এনসিপির বিশাল বর্ণাঢ্য র‍্যালি Logo চলতি মাসেই ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড় Logo চরফ্যাশনে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও বিক্ষোভ মিছিল Logo ইসরায়েলে ভয়াবহ দাবানল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা Logo দেশের স্বার্থের বিপক্ষে যায় এমন কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল Logo ‘১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা এখন ফল খাচ্ছেন’ Logo কুলাউড়ায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কৃষকের ৪ গরু Logo মুন্সীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত Logo নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্তর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মুনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আবু জার গিফারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মো: এনায়েতুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সবুর বলেন, “আল্লাহ তাআলা সকল মানুষকে আদম (আঃ) থেকে সৃষ্টি করেছেন। কাজের ভিন্নতা থাকলেও মানুষ হিসেবে সবাই সমান। শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। তাদের অবদান উপেক্ষা করা চলবে না।”

কেন্দ্রীয় পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের ফলেই বিশ্বজুড়ে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো বহু স্থানে শ্রমিকদের ১০-১২ ঘণ্টা কাজ করতে হয়। এভাবে কাজ করালে তাদেরকে অবশ্যই ওভারটাইম দিতে হবে।”

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান।

 

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়: তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত

আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্তর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মুনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আবু জার গিফারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মো: এনায়েতুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সবুর বলেন, “আল্লাহ তাআলা সকল মানুষকে আদম (আঃ) থেকে সৃষ্টি করেছেন। কাজের ভিন্নতা থাকলেও মানুষ হিসেবে সবাই সমান। শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। তাদের অবদান উপেক্ষা করা চলবে না।”

কেন্দ্রীয় পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের ফলেই বিশ্বজুড়ে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো বহু স্থানে শ্রমিকদের ১০-১২ ঘণ্টা কাজ করতে হয়। এভাবে কাজ করালে তাদেরকে অবশ্যই ওভারটাইম দিতে হবে।”

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান।