ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চলতি মাসেই ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড় Logo চরফ্যাশনে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও বিক্ষোভ মিছিল Logo ইসরায়েলে ভয়াবহ দাবানল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা Logo দেশের স্বার্থের বিপক্ষে যায় এমন কোনো চুক্তি করবেন না: মির্জা ফখরুল Logo ‘১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা এখন ফল খাচ্ছেন’ Logo কুলাউড়ায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কৃষকের ৪ গরু Logo মুন্সীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত Logo নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত Logo মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত Logo সুন্দরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার, ব্রিটিশ এমপিদের উদ্বেগ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা।

বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

সভাটির আয়োজন করেন এপিপিজি-র চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। সেখানে হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশের স্বচ্ছতা, অগ্রগতি এবং বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমুখী উদ্যোগ তুলে ধরেন।

সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন এবং অতীতে ভিসা প্রদানে যেসব জটিলতা ছিল, তা এখন অনেকটাই সহজ ও দ্রুততর করা হয়েছে।

তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সভায় অংশগ্রহণকারী ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে চালানো অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সভায় হাইকমিশনার আরও জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের নিরপেক্ষ তদন্ত ও বিচারের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারী এমপিরা যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও বিস্তারের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ ব্যক্ত করেন। হাইকমিশনার তাদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন এমপি আপসানা বেগম, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ এবং আমান্ডা মার্টিন।

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড়

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার, ব্রিটিশ এমপিদের উদ্বেগ

আপডেট সময় ০৯:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা।

বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

সভাটির আয়োজন করেন এপিপিজি-র চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। সেখানে হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশের স্বচ্ছতা, অগ্রগতি এবং বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমুখী উদ্যোগ তুলে ধরেন।

সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন এবং অতীতে ভিসা প্রদানে যেসব জটিলতা ছিল, তা এখন অনেকটাই সহজ ও দ্রুততর করা হয়েছে।

তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সভায় অংশগ্রহণকারী ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে চালানো অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সভায় হাইকমিশনার আরও জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের নিরপেক্ষ তদন্ত ও বিচারের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারী এমপিরা যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও বিস্তারের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ ব্যক্ত করেন। হাইকমিশনার তাদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন এমপি আপসানা বেগম, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ এবং আমান্ডা মার্টিন।