বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার ও মঙ্গলবার (১৭ ও ১৮ মার্চ) সিরাজগঞ্জ জেলা সভাপতি আলহাজ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় সিরাজগঞ্জ দারুল ইসলাম ট্রাস্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ইসলামী ছাত্রশিবির জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিক, জাতির প্রত্যাশা পূরণে নিজেদের নৈতিক মান, একাডেমিক যোগ্যতা অর্জন করতে হবে, দেশের এই চ্যালেঞ্জিং সময়ে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রনেতা ফখরুল ইসলাম বলেন, সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হিসেবে আগে নিজেদের সততায়, যোগ্যতায় বলীয়ান হতে হবে, জাগতিক জ্ঞানের পাশাপাশি কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে।
অন্যান্য বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাথীদেরকে মেধার সাথে নৈতিকতার সমন্বয় সাধন করে পথহারা ছাত্র-যুবকদের উন্নত নৈতিক চরিত্রের পথে ইসলামী আদর্শের পতাকাতলে সংঘবদ্ধ করার আহবান জানান।
সাথী শিক্ষাশিবিররে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজা, সাবেক জেলা সভাপতি এডভোকেট ছদরুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ইসমাইল হোসেন প্রমুখ।