ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে জামায়াত নেতাকে হত্যাচেষ্টা, ভাড়াটে খুনি নিয়োগ আ.লীগ নেতার Logo জিআই পণ্যের স্বীকৃতি পেলো মুন্সীগঞ্জের পাতক্ষীর Logo আমাকে কিছুই থামাতে পারবে না: ডোনাল্ড ট্রাম্প Logo দয়া করে ‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল Logo ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিতুমীরে মানববন্ধন Logo কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু Logo ববি প্রশাসনের প্রতীকী জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত Logo প্রথম আলোর পক্ষ থেকে আমাকে ভয় দেখানো হচ্ছে: মামলার আবেদনকারী Logo আ.লীগকে দেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: সারজিস Logo অশালীন আচরণের অভিযোগে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ‌‘জুতাপেটা’

জুনের মধ্যেই চাকসু নির্বাচন চাই: চবি ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত সম্পন্ন ও গঠনতন্ত্র সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাম্মদ আলী এবং মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ।

সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি মুহাম্মদ আলী চাকসু গঠনতন্ত্রে সংশোধনী প্রস্তাবনা উপস্থাপন করেন। এতে নারী অধিকার, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ধর্ম ও সম্প্রীতি, এবং বিজ্ঞান ও প্রযুক্তি—এই বিভাগগুলোতে নতুন সম্পাদক পদ সংযোজনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের পদ একীভূতকরণ, অকার্যকর কয়েকটি পদের বিলুপ্তি এবং তিনজন নির্বাহী সদস্য রাখার প্রস্তাব করা হয়।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “চাকসু কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সার্ভ করবে  না, বরং এটি হবে ছাত্রসমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটি কাঠামো।

চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ বলেন, চাকসু কার্যকর হলে ছাত্রদের জন্য গনতান্ত্রিক উপায়ে ছাত্ররাজনীতি চর্চার সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আমরা গত ২৪ সেপ্টেম্বর’২৪ তারিখে প্রশাসন বরাবর ২৪ দফা দাবি দিয়েছিলাম। যেখানে আমরা চাকসু নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার আহবান করেছি। কিন্তু দুখঃজনকভাবে বলতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান অজুহাতে গড়িমসি করে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আগামী ১৪ মে ৫ম সমাবর্তন শেষে ১৫ মে থেকে ২৫ মে এর মধ্যে চাকসু গঠনতন্ত্রের খসড়া কপি প্রস্তুত, সকল অংশীজনের সাথে মতবিনিময়, চাকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রদান করার আহবান করছি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আরও বলেন, আমরা জুনের মধ্যেই চাকসু নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

প্যানেল তৈরির প্রশ্নে তিনি বলেন, আমরা প্যানেল তৈরির বিষয়টি উন্মুক্ত রাখছি। অন্যান্য সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং নারী ও সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি হতে পারে।

সর্বশেষ তিনি সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রোগ্রাম সমাপ্ত করেন।

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রচার সম্পাদক, দাওয়াহ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কলেজ কার্যক্রম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং হল ও অনুষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আবিদ/ঢাকা ভয়েস২৪

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে জামায়াত নেতাকে হত্যাচেষ্টা, ভাড়াটে খুনি নিয়োগ আ.লীগ নেতার

জুনের মধ্যেই চাকসু নির্বাচন চাই: চবি ছাত্রশিবির

আপডেট সময় ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত সম্পন্ন ও গঠনতন্ত্র সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাম্মদ আলী এবং মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ।

সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি মুহাম্মদ আলী চাকসু গঠনতন্ত্রে সংশোধনী প্রস্তাবনা উপস্থাপন করেন। এতে নারী অধিকার, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ধর্ম ও সম্প্রীতি, এবং বিজ্ঞান ও প্রযুক্তি—এই বিভাগগুলোতে নতুন সম্পাদক পদ সংযোজনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের পদ একীভূতকরণ, অকার্যকর কয়েকটি পদের বিলুপ্তি এবং তিনজন নির্বাহী সদস্য রাখার প্রস্তাব করা হয়।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “চাকসু কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সার্ভ করবে  না, বরং এটি হবে ছাত্রসমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটি কাঠামো।

চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ বলেন, চাকসু কার্যকর হলে ছাত্রদের জন্য গনতান্ত্রিক উপায়ে ছাত্ররাজনীতি চর্চার সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আমরা গত ২৪ সেপ্টেম্বর’২৪ তারিখে প্রশাসন বরাবর ২৪ দফা দাবি দিয়েছিলাম। যেখানে আমরা চাকসু নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার আহবান করেছি। কিন্তু দুখঃজনকভাবে বলতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান অজুহাতে গড়িমসি করে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আগামী ১৪ মে ৫ম সমাবর্তন শেষে ১৫ মে থেকে ২৫ মে এর মধ্যে চাকসু গঠনতন্ত্রের খসড়া কপি প্রস্তুত, সকল অংশীজনের সাথে মতবিনিময়, চাকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রদান করার আহবান করছি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আরও বলেন, আমরা জুনের মধ্যেই চাকসু নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

প্যানেল তৈরির প্রশ্নে তিনি বলেন, আমরা প্যানেল তৈরির বিষয়টি উন্মুক্ত রাখছি। অন্যান্য সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং নারী ও সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি হতে পারে।

সর্বশেষ তিনি সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রোগ্রাম সমাপ্ত করেন।

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রচার সম্পাদক, দাওয়াহ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কলেজ কার্যক্রম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং হল ও অনুষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আবিদ/ঢাকা ভয়েস২৪