ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ উদ্যেগে সেমিনার অনুষ্ঠিত
আবিদ উল্যাহ জাকের: ঢাকা
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যেগে “বদর দিবসের গুরুত্ব ও আমাদের জন্য শিক্ষণীয় দিক” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ (মঙ্গলবার) রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ এর সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায়, মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন রুবেল এর সভাপতিেত্ব এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. আব্দুল মান্নান, এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু আল্লাহর ওপর ভরসা, প্রিয়নবী (সা.)-এর অনুপ্রেরণা ও দ্বীনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ বদরের ময়দানে বিজয় এনে দিয়েছিল। আজকের সময়েও আমাদের সেই চেতনা ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।
বিশেষ আলোচক ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম বলেন, বদর ছিল ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই যুদ্ধ আমাদের শেখায় কীভাবে ঈমান, একতা ও আল্লাহর ওপর নির্ভরশীলতা আমাদের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় শক্তি দিতে পারে।
প্রবন্ধ উপস্থাপনকালে ড. আব্দুল মান্নান বদরের শিক্ষাকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরে বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বদরের সাহাবিদের মতো সাহসী, আত্মনিবেদিত ও আদর্শবান হতে হবে। সমাজে ন্যায়বিচার ও ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
সেমিনার শেষে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের করা হয়।