ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার Logo মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির ঘটনায় জামায়াতের উদ্বেগ Logo ইংল্যান্ডের টেমসসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলী Logo বেফাঁস মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হলেন জাপানের কৃষিমন্ত্রী Logo করিডর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Logo ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ Logo ববির নবনিযুক্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দীন Logo দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি Logo ধানমন্ডি থানায় কেন গেলেন হান্নান মাসউদ,জানতে এনসিপির কারণ দর্শানোর নোটিশ Logo মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন, সভাপতি হলেন ইমাদুদ্দীন মুহাম্মদ

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের ২৮ এপ্রিল তারিখে এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন প্রদান করে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ আলেম নেতা মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান সংগঠক, যিনি বর্তমানে বারুইপাড়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বারুইপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন সংগ্রামী নেতা, যিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে কারাবরণ করেছেন। তিনি বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ.বি. এম. মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি এ দায়িত্ব গ্রহণ করেছি। বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক পরিবেশ রক্ষা করাই আমার মূল অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ ও দেশপ্রেম গড়ে তুলতে পারলে জাতি গঠনের ভিত্তি শক্তিশালী হবে। আমি সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দায়িত্বশীল কমিটি পরিচালনার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

কমিটিতে অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্তির খবরে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, এ কমিটি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট সদর উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে প্রতিষ্ঠানটি আরও নৈতিক, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার দিশারী হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সকলের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন, সভাপতি হলেন ইমাদুদ্দীন মুহাম্মদ

আপডেট সময় ০৪:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের ২৮ এপ্রিল তারিখে এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন প্রদান করে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ আলেম নেতা মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শবান সংগঠক, যিনি বর্তমানে বারুইপাড়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বারুইপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন সংগ্রামী নেতা, যিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে কারাবরণ করেছেন। তিনি বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ.বি. এম. মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাওলানা ইমাদুদ্দীন মুহাম্মদ বলেন, “আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি এ দায়িত্ব গ্রহণ করেছি। বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক পরিবেশ রক্ষা করাই আমার মূল অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ ও দেশপ্রেম গড়ে তুলতে পারলে জাতি গঠনের ভিত্তি শক্তিশালী হবে। আমি সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দায়িত্বশীল কমিটি পরিচালনার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

কমিটিতে অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্তির খবরে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, এ কমিটি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বারুইপাড়া পি.সি. মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট সদর উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে প্রতিষ্ঠানটি আরও নৈতিক, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার দিশারী হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সকলের।