ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী কলেজে ইসলামী ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

আবিদ উল্যাহ জাকের:  সদ্য ইউজিসি কতৃক চূড়ান্ত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর অন্তর্গত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখা।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টা থেকে সোহরাওয়ার্দী কলেজে এর শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে এই কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেল। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি তাহসিন আহমেদ, এবং কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের  সভাপতি হেলার উদ্দিন রুবেল বলেন, সমাজ যখন সত্য ও ভালোবাসার আকাঙ্ক্ষা হারায়, তখন অন্ধকারে নিমজ্জিত হয়। আমাদের দায়িত্ব হলো নবী (সা.)-এর দাওয়াতি আদর্শ অনুসরণ করে মানুষকে আলোর পথে আনা। ১১ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আদর্শ ও আত্মত্যাগের প্রতীক। শহীদরা ইসলামি আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, যা আমাদের পথনির্দেশক। সত্য ও ন্যায়ের পথে চলতে হলে ত্যাগের বিকল্প নেই। আমরা কুরআনের আলোকে জীবন ও সমাজ গড়ার অঙ্গীকার করছি।

কোরআন বিতরণ কর্মসূচির জন্য আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে পবিত্র কোরআন প্রদান করা হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এই বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান  সমাপ্তি করা হয়।

আয়োজকরা জানান, দ্বীনি দাওয়াত প্রচার এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য তারা নিয়মিত এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

সোহরাওয়ার্দী কলেজে ইসলামী ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

আপডেট সময় ০৬:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

আবিদ উল্যাহ জাকের:  সদ্য ইউজিসি কতৃক চূড়ান্ত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর অন্তর্গত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখা।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টা থেকে সোহরাওয়ার্দী কলেজে এর শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে এই কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেল। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি তাহসিন আহমেদ, এবং কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের  সভাপতি হেলার উদ্দিন রুবেল বলেন, সমাজ যখন সত্য ও ভালোবাসার আকাঙ্ক্ষা হারায়, তখন অন্ধকারে নিমজ্জিত হয়। আমাদের দায়িত্ব হলো নবী (সা.)-এর দাওয়াতি আদর্শ অনুসরণ করে মানুষকে আলোর পথে আনা। ১১ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আদর্শ ও আত্মত্যাগের প্রতীক। শহীদরা ইসলামি আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, যা আমাদের পথনির্দেশক। সত্য ও ন্যায়ের পথে চলতে হলে ত্যাগের বিকল্প নেই। আমরা কুরআনের আলোকে জীবন ও সমাজ গড়ার অঙ্গীকার করছি।

কোরআন বিতরণ কর্মসূচির জন্য আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে পবিত্র কোরআন প্রদান করা হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এই বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান  সমাপ্তি করা হয়।

আয়োজকরা জানান, দ্বীনি দাওয়াত প্রচার এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য তারা নিয়মিত এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে।