মৌলভীবাজারে জেলা বিএনপির অফিশিয়াল প্যাডে কারণ দর্শানোর অব্যাহতিপত্রে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ১৫ এপ্রিল ৬নং একাটুনা ইউনিয়নে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলালের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে ৬নং একাটুনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম নানু মিয়া কর্তৃক কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় মুহিতুর রহমান হেলালকে কারণ দর্শানোর বক্তব্য আগামী ৭ (সাত) দিনের মধ্যে জানানোর জন্য বলা হয়।
রবিবার (২৭ এপ্রিল) কারণ দর্শানো হতে অব্যাহতি প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত একটি প্যাড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়লে আব্দুর রহিম রিপন অভিযোগ করে বলেন, আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। এ বিষয় নিয়ে জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে নানান ধরনের আলোচনা সমালোচনা।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমি কোনো রকমের স্বাক্ষর বা শীল দেইনি।”এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, “কারণ দর্শানো অব্যাহতির বিষয় আমার জানা মতে কোনো আইন নেই।”
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলালের কাছে জানতে চাইলে বলেন, “আমাকে অব্যাহতি পত্রটি আহ্বায়ক সাহেব পাঠিয়েছেন, আপনারা উনার কাছে খোঁজ নিয়ে দেখেন।”
এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।