ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Logo কুষ্টিয়া গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদ সেতুর দাবীতে মানববন্ধন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয় Logo হঠাৎ ব্ল্যাকআউটের কবলে স্পেন, পর্তুগাল ও ফ্রান্স Logo চাঁপাইনবাবগঞ্জে সম্পত্তি বিরোধে স্বামীর লাশ দাফনে স্ত্রীর বাধা Logo ইয়েমেনে মার্কিন হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত Logo নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি Logo মৌলভীবাজার জেলা বিএনপির প্যাডে স্বাক্ষর জালিয়াতি নিয়ে বিতর্ক Logo তা’মীরুল মিল্লাত ক্লাব কমিটি সেটাপ’২৫ সম্পন্ন Logo ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে ইমামের মৃত্যু Logo নোয়াখালী কলেজের উন্নয়ন ও সমস্যা দূরীকরণের পরিকল্পনা, শীঘ্রই বাস্তবায়নের আশ্বাস অধ্যক্ষের

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

আপডেট সময় ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”