ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়া গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদ সেতুর দাবীতে মানববন্ধন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয় Logo হঠাৎ ব্ল্যাকআউটের কবলে স্পেন, পর্তুগাল ও ফ্রান্স Logo চাঁপাইনবাবগঞ্জে সম্পত্তি বিরোধে স্বামীর লাশ দাফনে স্ত্রীর বাধা Logo ইয়েমেনে মার্কিন হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত Logo নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি Logo মৌলভীবাজার জেলা বিএনপির প্যাডে স্বাক্ষর জালিয়াতি নিয়ে বিতর্ক Logo তা’মীরুল মিল্লাত ক্লাব কমিটি সেটাপ’২৫ সম্পন্ন Logo ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে ইমামের মৃত্যু Logo নোয়াখালী কলেজের উন্নয়ন ও সমস্যা দূরীকরণের পরিকল্পনা, শীঘ্রই বাস্তবায়নের আশ্বাস অধ্যক্ষের Logo আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

মোবাইল ফোনে ইন্টারনেট দেখার সময় বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 117

কোনোকিছু পড়া বা ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেকের কাছেই বিরক্তিকর।মোবাইল ফোনের স্ক্রিনে অনলাইনে কিছু একটা পড়ছেন, অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখছেন। এমন সময় ভেসে উঠলো বিজ্ঞাপন। যা অনেকক্ষেত্রেই পুরো স্ক্রিনজুড়ে থাকে। যা অনেকের জন্যই বিরক্তিকর। তবে আপনি চাইলেই এই অবাঞ্চিত বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন এই বিরুক্ত থেকে মুক্তি পেতে পারে। চলুন দেখে আসি কি করে বন্ধ করেতে এই অবাঞ্চিত বিজ্ঞাপন ।

ফোন থেকে
প্রথমে মোবাইল ফোনের সেটিংস অপশনে যান।
সেখান থেকে গুগ্‌ল অপশনে ক্লিক করুন।
একটি নতুন পাতা খুলবে, সেখানে থাকা “অল সার্ভিসেস” অপশনে যান।
এবার সেখান থেকে যেতে হবে “প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি” অপশনে, তারপর অ্যাড্‌সে ক্লিক করুন।
অ্যাডস-এ গিয়ে ‘অ্যাড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে “অ্যাড টপিকস”-এ যান।
এবার “অ্যাড টপিকস” অপশনটি অফ করে দিন। তাহলেই গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে।

ব্রাউজার থেকে
প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্‌ল ক্রোমের পাতাটি খুলতে হবে।
পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি “ডট” দেখতে পাবেন।
সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে “সেটিংস” অপশনে ক্লিক করতে হবে।
“সেটিংস” অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে “সাইট সেটিংস” নামে অপশনটিতে গিয়ে ক্লিক করুন।
এরপর নতুন একটি পাতা আসবে, সেখানে “কনটেন্ট” অপশনে ক্লিক করলেই “পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট” অপশন দেখতে পাবেন। পাশেই “টগল” অপশন দেখা যাবে, সেটি বন্ধ করতে হবে।
এরপর আবার ফিরে যান “সাইট সেটিংস”-এ। সেখানে গিয়ে “ইনট্রুসিভ অ্যাড্‌স” অপশনটি খুলুন। সেখানে আরও একটি অপশন থাকবে, সেটিকে বন্ধ করে দিন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদ সেতুর দাবীতে মানববন্ধন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়

মোবাইল ফোনে ইন্টারনেট দেখার সময় বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

আপডেট সময় ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কোনোকিছু পড়া বা ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেকের কাছেই বিরক্তিকর।মোবাইল ফোনের স্ক্রিনে অনলাইনে কিছু একটা পড়ছেন, অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখছেন। এমন সময় ভেসে উঠলো বিজ্ঞাপন। যা অনেকক্ষেত্রেই পুরো স্ক্রিনজুড়ে থাকে। যা অনেকের জন্যই বিরক্তিকর। তবে আপনি চাইলেই এই অবাঞ্চিত বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন এই বিরুক্ত থেকে মুক্তি পেতে পারে। চলুন দেখে আসি কি করে বন্ধ করেতে এই অবাঞ্চিত বিজ্ঞাপন ।

ফোন থেকে
প্রথমে মোবাইল ফোনের সেটিংস অপশনে যান।
সেখান থেকে গুগ্‌ল অপশনে ক্লিক করুন।
একটি নতুন পাতা খুলবে, সেখানে থাকা “অল সার্ভিসেস” অপশনে যান।
এবার সেখান থেকে যেতে হবে “প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি” অপশনে, তারপর অ্যাড্‌সে ক্লিক করুন।
অ্যাডস-এ গিয়ে ‘অ্যাড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে “অ্যাড টপিকস”-এ যান।
এবার “অ্যাড টপিকস” অপশনটি অফ করে দিন। তাহলেই গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে।

ব্রাউজার থেকে
প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্‌ল ক্রোমের পাতাটি খুলতে হবে।
পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি “ডট” দেখতে পাবেন।
সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে “সেটিংস” অপশনে ক্লিক করতে হবে।
“সেটিংস” অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে “সাইট সেটিংস” নামে অপশনটিতে গিয়ে ক্লিক করুন।
এরপর নতুন একটি পাতা আসবে, সেখানে “কনটেন্ট” অপশনে ক্লিক করলেই “পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট” অপশন দেখতে পাবেন। পাশেই “টগল” অপশন দেখা যাবে, সেটি বন্ধ করতে হবে।
এরপর আবার ফিরে যান “সাইট সেটিংস”-এ। সেখানে গিয়ে “ইনট্রুসিভ অ্যাড্‌স” অপশনটি খুলুন। সেখানে আরও একটি অপশন থাকবে, সেটিকে বন্ধ করে দিন।