গ্রামীন সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার-এঁর ১২৯ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে কাঙ্গাল হরিনাথ মজুমদার-এঁর ‘জীবন ও কর্ম’ বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং স্মরণসভা আজ ২৭ এপ্রিল ২০২৫ রবিবার বিকাল ৩ ঘটিকায় কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজয় কুমার জোয়ার্দার, সহকারী কমিশনার (ভূমি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার-এঁর চতুর্থ বংশধর অশোক কুমার মজুমদারের সহধর্মিনী জনাব গীতা রানী মজুমদার,
অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুমারখালীর বিশিষ্ট নাট্যজন জনাব লিটন আব্বাস। উক্ত স্মরণসভার সাভাপতিত্ব করেন সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের ইনচার্জ জনাব তাপস কুমার মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সামিনা ইয়াসমিন চুমকি। স্মরণসভার আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে ০৪টি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।