মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস নামে এক জেলেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সুজন দাস ভ্রাম্যমাণ জেলে ও গাইবান্ধা জেলার বাসিন্দা। মাছ ধরার পাশাপাশি তাবিজ ও তান্ত্রিকতার ব্যবসা করেন তিনি।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, চকোলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার শিশু মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যায় জেলে। এ সময় পুকুরপাড়ে মাছ ধরার ডেরায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে ছুটে আসে শিশুটি।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ কালবেলাকে বলেন, জেলে সুজন দাসের বিরুদ্ধে রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।