চাঁদপুরের হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
আসামীরা হলেন – ১। আঃ রহিম(৩২), পিতা আবুল হাসেম, সাং সিদলা, ২। আবুল হাসেম মিয়াজী (৩০), পিতা-অজ্ঞাত, আবেদীয়া মাদ্রাসার শিক্ষক, ৩। মোঃ রুবেল(৩০), পিতা অজ্ঞাত, সাং রান্ধুনীমুড়া ৪। মহসীন মোল্লা, ৫। মোবারক বিন তাইয়ের পরিচালক ও প্রধান শিক্ষক ইমাম হাসান হোসাইন ইন্টারন্যাশনাল সুন্নিয়া মাদ্রাসা, ৬। বিল্লাল হোসেন, যুব সেনা সভাপতি, হার্জীগঞ্জ উপজেলা, সাং-মাড়কী, ৭। হাফেজ জাকির, সাং-এনায়েতপুর, ৮। মাওলানা সাখাওয়াত, সাং-পূর্ব হাটলা, সর্ব পিতা-অজ্ঞাত, ৯। মিন্টু পাটওয়ারী, পিতা কলিমুল্লাহ পাটওয়ারী, ১০। জাকির হোসেন পাটওয়ারী পিতা-ফজলুল হক পাটওয়ারী, সাং-বাড্ডা, ১১। মানিক, পিতা-মৃত আঃ খালেক, সাং-নোয়াদ্ধা, সর্ব থানা-হাজীগঞ্জ, ১২। আশিকুর রহমান (৩৫), পিতা-মৃত সফিতর রহমান, সাং রায়শ্রী, ১৩। মনির হোসেন (৩০), পিতা আজিজ উল্যাহ, সাং-রায়শ্রী কবিরাজ বাড়ী), ১৪। মোস্তফা(৪০), পিতা মৃত আবুল হোসেন, সাং রায়শ্রীংগিলা বাবী), ১৫। আনিসুর রহমান শাকিল, পিতা-জনাল আবেদীন, সাং-বলশিদ(কাশেম আনী পাটওয়ারী বাড়ী), সর্ব থানা শাহরাস্তি, জেলা-চাঁদপুর সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জন
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। ফিলিস্তিনের সমর্থনে ২৬ এপ্রিল, শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলের পুলিশি অনুমতি না পাওয়ায় হাজীগঞ্জে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ওই মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘শিবিরের চামড়া তুলে নিবো আমরা’, ‘ছাত্র শিবির রাজাকার, এই মুহুত্বে হাজীগঞ্জ ছাড়,’ সরকারের দালালরা, হুশিয়ার সাবধান’ উল্লেখ করে শ্লোগান দেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
এদিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মিছিলকে কেন্দ্র করে মামলার পাশাপাশি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির। ‘ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ’
শিরোনামে বিবৃতি সংবাদকর্মীদের উদ্দ্যেশ্যে পাঠ করেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. ইব্রাহিম খলিল।
তিনি বলেন, বাংলাদেশ আহালে সুন্নাত ওয়াল জামায়াত ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী মূলক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা। আজ (২৫ এপ্রিল) ছাত্রশিবিরের জেলা সভাপতি মু. ইব্রাহীম খলিল এবং সেক্রেটারি মোহাম্মদ হাসান এক যৌথ প্রতিবাদ বার্তায় এ নিন্দা জানান।