রাজধানীর উত্তরখান পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক সাইফুর রহমান ভুঁইয়া। তিনি কলেজটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
সাইফুর রহমান ভুঁইয়া এক সময় কলেজটির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, সোমবার ভোরবেলার কোনো এক সময় ওই বাসায় তিনি হামলার শিকার হন। পরে উত্তরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে সেখানে সকাল ৯টায় মারা যান।
কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষক ফয়সাল আহম্মেদ জানান, সকালে তাকে আহত অবস্থায় উদ্ধারের পর উত্তরার লেকভিউ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, তাকে সংঘবদ্ধ অপরাধীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। উত্তরখান এলাকায় নিহত শিক্ষক সাইফুর রহমানে কেনা জমি রয়েছে। ব্রাহ্মনবাড়িয়ার সন্তান সাইফুর রহমান ব্যক্তিজীবনে ২ সন্তানের পিতা, তিনি পল্টন এলাকায় থাকতেন।