ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত Logo প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, মুক্তিপণ ২৫ লাখ টাকা দাবি Logo রাজধানীতে রাস্তায় নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার Logo হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ খুন Logo রোহিঙ্গা ক্যাম্পে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব Logo মানসিক রোগী সেজে মেয়েদের উত্ত্যক্ত করা সেই হৃদয় আটক Logo নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে পুলিশের হটলাইন সেবা চালু Logo জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির হামলায় নিন্দা Logo সাভারে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সাভারে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সাভারে “দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার”-এর উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) গণস্বাস্থ্য পিএইচ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের পিতা মহিউদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত পরিচালক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর আলোকবর্তিকা। তাদের সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ই ভবিষ্যতে জাতির নেতৃত্বের পথ সুগম করবে।” অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো রেজাল্ট নয়, সন্তানদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হতে হবে অভিভাবকদের প্রধান লক্ষ্য। দায়িত্বশীল ভূমিকা পালন করলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিক কায়েম এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন। এছাড়া সংগঠনের সাবেক পরিচালক হাফেজ ফয়জুল ইসলাম ও সানোয়ার হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ বৃত্তি ও সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের আগামী দিনের পথচলায় আত্মবিশ্বাস ও মনোবল জোগাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা

সাভারে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

সাভারে “দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার”-এর উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) গণস্বাস্থ্য পিএইচ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের পিতা মহিউদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত পরিচালক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর আলোকবর্তিকা। তাদের সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ই ভবিষ্যতে জাতির নেতৃত্বের পথ সুগম করবে।” অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো রেজাল্ট নয়, সন্তানদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হতে হবে অভিভাবকদের প্রধান লক্ষ্য। দায়িত্বশীল ভূমিকা পালন করলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদিক কায়েম এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন। এছাড়া সংগঠনের সাবেক পরিচালক হাফেজ ফয়জুল ইসলাম ও সানোয়ার হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ বৃত্তি ও সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের আগামী দিনের পথচলায় আত্মবিশ্বাস ও মনোবল জোগাবে।