ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব Logo গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল জামায়াতের বিক্ষোভ Logo আওয়ামী বাকশালীদের বাংলাদেশে রাজনীতি করতে দেব না: পিনাকী ভট্টাচার্য Logo লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ Logo গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত Logo গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠনের হামলার প্রতিবাদের রাবিতে বিক্ষোভ Logo এডওয়ার্ড কলেজে ‘জুলাই দিবস ২০২৫’ পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা ও ডকুমেন্টারি প্রদর্শন Logo জুলাই শহিদ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ১৯ তারিখের জাতীয় সমাবেশ সফল করতে কুমারখালীতে জামায়াতের প্রচার মিছিল Logo লঙ্কানদের ১৩২ রানে আটকে দিল টাইগাররা

সুবিপ্রবি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস—সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত এই ইউনিটের পরীক্ষায় ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে মোট ১৯৫ জন। দীর্ঘ প্রস্তুতি শেষে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনায় সচেষ্ট ছিল। কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। অভিভাবক, পরীক্ষার্থী এবং সুনামগঞ্জবাসীর সহযোগিতায় আজকের দিনটি ছিল অত্যন্ত সফল।”

উল্লেখ্য, সুবিপ্রবি এ বছর সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র হিসেবে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করছে। আগামী ২ মে ‘বি’ ইউনিট (মানবিক শাখা) এবং ৯ মে ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) এর পরীক্ষা এই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফলাফল এবং পরবর্তী নির্দেশনা জিএসটি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব

সুবিপ্রবি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

আপডেট সময় ০৭:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস—সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত এই ইউনিটের পরীক্ষায় ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে মোট ১৯৫ জন। দীর্ঘ প্রস্তুতি শেষে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনায় সচেষ্ট ছিল। কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। অভিভাবক, পরীক্ষার্থী এবং সুনামগঞ্জবাসীর সহযোগিতায় আজকের দিনটি ছিল অত্যন্ত সফল।”

উল্লেখ্য, সুবিপ্রবি এ বছর সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র হিসেবে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করছে। আগামী ২ মে ‘বি’ ইউনিট (মানবিক শাখা) এবং ৯ মে ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) এর পরীক্ষা এই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফলাফল এবং পরবর্তী নির্দেশনা জিএসটি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।