ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার ঘটে যাওয়া বিক্ষোভ, হাতাহাতি ও মারামারির ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি জানান, এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় তিনি এসব তথ্য তুলে ধরেন।
তিন সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয়েছে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈমকে।
তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আবু বাকের মজুমদার বলেন, ‘বুধবারের ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে এই কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব আল আমিন সরকার প্রমুখ।