গতকাল বুধবার ( ২৩ এপ্রিল)চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে তিনদিনব্যাপী ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, শারীরিক উৎকর্ষ ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে।
প্রথম দিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতাসমূহ। এতে শিক্ষার্থীরা অংশ নেয় ক্বেরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য ও ‘জুলাই বিপ্লব ও আমাদের প্রত্যাশা ’ বিষয়ক বক্তব্য প্রতিযোগিতায়।
আয়োজনের দ্বিতীয় দিন ছিল ক্রীড়া প্রতিযোগিতার জন্য নির্ধারিত। এতে শিক্ষার্থীরা ক্যারম, টেনিস, ব্যাডমিন্টন ও দাবা খেলায় অংশগ্রহণ করে
তৃতীয় দিন অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
সমাপনী দিনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম। তিনি বলেন, “আমাদের শরীর ও মনকে সতেজ রাখার জন্য দৈনন্দিন জীবনে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বেনুয়ারা বেগম। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদেরকে খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতির সঙ্গে সন্নিবেশিত করার জন্যই এই আয়োজন করা হয়েছে।গান, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় তোমাদের অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত করেছে।”এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।