ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এই মুহূর্তে নির্বাচন হলে রক্তের বন্যায় ভাসবে দেশ: জামায়াতে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখলদার সেখানে লড়াই। বর্তমানে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন করলে চরম বিশৃঙ্খলা হবে। রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে তার ভোট প্রয়োগের সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ গত ১৫ বছর পৌনে দুই কোটি ভূয়া ভোটার তৈরি করেছে, তা বাদ দিতে হবে। অতিদ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর প্রয়োজনীয় সকল সংস্কার করে জাতীয় নির্বাচন।

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আব্দুল হালিম, (রংপুর-দিনাজপুর) অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না: ছাত্রদল সভাপতি

এই মুহূর্তে নির্বাচন হলে রক্তের বন্যায় ভাসবে দেশ: জামায়াতে আমির

আপডেট সময় ০৯:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখলদার সেখানে লড়াই। বর্তমানে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন করলে চরম বিশৃঙ্খলা হবে। রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রয়োজনীয় সংস্কার করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে তার ভোট প্রয়োগের সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ গত ১৫ বছর পৌনে দুই কোটি ভূয়া ভোটার তৈরি করেছে, তা বাদ দিতে হবে। অতিদ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর প্রয়োজনীয় সকল সংস্কার করে জাতীয় নির্বাচন।

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আব্দুল হালিম, (রংপুর-দিনাজপুর) অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী।