বেন ডাকেটের বিশ্বরেকর্ডটার বয়স এক সপ্তাহও পার হতে দিলেন না ইব্রাহিম জাদরান। তার আগেই চ্যাম্পিয়নস ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। ১৭৭ রানের ইনিংস খেলে দলকে ৩২৫ রানের বিশাল সংগ্রহও এনে দিয়েছেন আফগানিস্তানের ওপেনার। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের শুরুটা অবশ্য ভালো ছিল না।
জফরা আর্চারের পেসের মুখে পড়ে তারা। ইংল্যান্ড পেসারের গতি ও বাউন্সারের মুখে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপতে থাকে আফগানরা। তবে এক প্রান্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান ইব্রাহিম।
চতুর্থ উইকেটে হাশমতউল্লাহ শাহীদিকে নিয়ে শুরুর ধাক্কা সামলান ইব্রাহিম।
১০৩ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিতও গড়ে দেন তারা। ব্যক্তিগত ৪০ রানে শাহীদি আউট হলে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হন ইব্রাহিম। তাদের পঞ্চম উইকেটের ৭২ রানের জুটিটা ভাঙেন জেমি ওভারটন। ৩১ বলে ৪১ রান করা ওমরজাইকে বদলি ফিল্ডার টম ব্যান্টনের ক্যাচ করান ইংল্যান্ডের পেসার।
আক্রমণাত্মাক ব্যাটিং করা ওমরজাইকে ফিরিয়ে ইংল্যান্ড যেন আরো বড় বিপদ ডেকে আনে। কেননা শেষ ১০ ওভারে ইংল্যান্ডের বোলারদের ওপর তলোয়ার চালাতে থাকেন আফগান ব্যাটাররা। বিশেষ করে ইব্রাহিম। ওপেনিংয়ে নামা আফগান ব্যাটার যে একাই ১৭৭ রান করেছেন। ১৪৬ বলের বিধ্বংসী ইনিংস সাজিয়েছেন ১২ চার ও ৬ ছক্কায়।
এতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। ওয়ানডেতে আফগানদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। আগের ১৬২ রানের রেকর্ডটিও তারই ছিল।
চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডও গড়েছেন ইব্রাহিম। তার বিধ্বংসী ইনিংসে পেছনে পড়েছে ডাকেটের করা রেকর্ড। গত ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ওপেনার। আজ তা নিজের করে নিলেন ইব্রাহিম।
আজ ষষ্ঠ উইকেটে মাত্র ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে ইব্রাহিমকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ নবী। ৪০ রানে আউট হওয়ার আগে ৪০ বছরের বুড়ো হাড়ের ভেলকিও দেখিয়েছেন তিনি। মাত্র ২৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৩ ছক্কায়। সব মিলিয়ে শেষ ১০ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ে ১১৩ রান তোলেন আফগান ব্যাটাররা।
বেরসিক বৃষ্টিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ ভেস্তে গেলে কঠিন সমীকরণের মুখে পড়ে ইংল্যান্ড-আফগানিস্তান। লাহোরের আজকের ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার হয়ে দাঁড়ায়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচে আজ বড় সংগ্রহ পেল আফগানিস্তান। ‘জীবন’ বাঁচাতে হলে তাই দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ইংল্যান্ডকে।