ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ Logo ভারত সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধবিমান Logo জিয়াউল আহসানের ফ্ল্যাট-বাড়িসহ ১০০ বিঘা জমি জব্দ Logo পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা Logo এবার ভারতের সঙ্গে ঐতিহাসিক শিমলা চুক্তিও বাতিল করেছে পাকিস্তান Logo সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জিএসটি ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল Logo ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল Logo চলতি বছর বাংলাদেশে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে: বিশ্বব্যাংক Logo জাহাঙ্গীর আলম ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ Logo তরুণ প্রজন্ম মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম: ড. ইউনূস

কেরানীগঞ্জে বালু ব্যবসায়ীর হাতে ট্রাক ড্রাইভার খুন

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 68

ঢাকার কেরানীগঞ্জে কথা কাটাকাটির জেরে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাত হোসেন বগুড়ার শিবগঞ্জ থানার বুলো মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বালুর ট্রলি চালাতেন এবং হাসনাবাদেই স্ত্রী ও দুই বছরের এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী আফসানা বেগম বলেন, আমার স্বামী ইট-বালু টানার গাড়ি চালাতেন। দুদিন আগে স্থানীয় ভাঙারি ও বালু ব্যবসায়ী পংকজের সঙ্গে বালু আনা-নেওয়া নিয়ে আমার স্বামীর ঝগড়া হয়। পরে আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়ে পংকজের দোকানের সামনে গেলে পংকজ আমার স্বামীকে বলে, গতকাল তুই দুই গাড়ি বালু ফেলেছিস। আমার স্বামী এর উত্তরে বলে, আমি তিন গাড়ি বালু ফেলেছি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

আফসানা বেগম আরও বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে পংকজ ও এর সাথে আরও কয়েকজন মিলে আমার স্বামীকে কিলঘুষি মারে। এতে আমার স্বামী বুকে আঘাত পেয়ে অচেতন হয়ে যায়। পরে খবর পেয়ে আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

কেরানীগঞ্জে বালু ব্যবসায়ীর হাতে ট্রাক ড্রাইভার খুন

আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে কথা কাটাকাটির জেরে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাদাত হোসেন বগুড়ার শিবগঞ্জ থানার বুলো মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বালুর ট্রলি চালাতেন এবং হাসনাবাদেই স্ত্রী ও দুই বছরের এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী আফসানা বেগম বলেন, আমার স্বামী ইট-বালু টানার গাড়ি চালাতেন। দুদিন আগে স্থানীয় ভাঙারি ও বালু ব্যবসায়ী পংকজের সঙ্গে বালু আনা-নেওয়া নিয়ে আমার স্বামীর ঝগড়া হয়। পরে আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়ে পংকজের দোকানের সামনে গেলে পংকজ আমার স্বামীকে বলে, গতকাল তুই দুই গাড়ি বালু ফেলেছিস। আমার স্বামী এর উত্তরে বলে, আমি তিন গাড়ি বালু ফেলেছি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

আফসানা বেগম আরও বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে পংকজ ও এর সাথে আরও কয়েকজন মিলে আমার স্বামীকে কিলঘুষি মারে। এতে আমার স্বামী বুকে আঘাত পেয়ে অচেতন হয়ে যায়। পরে খবর পেয়ে আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।