ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ Logo দায় স্বীকার করে আদালতে হামলাকারীর জবানবন্দি Logo চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo টিভিতে যা দেখবেন আজ Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহানা বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল

সামান্য বৃষ্টিতেই প্রায় হাঁটুপানি! নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

সামান্য বৃষ্টিতেই নোয়াখালী সরকারি কলেজ চত্বরে সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। এতে করে কলেজের হাজারো শিক্ষার্থীকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি হওয়া অল্প বৃষ্টিতেই কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের সামনের পথগুলো হাঁটু সমান পানিতে ডুবে গেছে। বিশেষ করে ক্লাস শুরু ও ছুটির সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “বৃষ্টি হলেই কলেজের সামনে ও ভিতরে পানি জমে যায়। অতিবৃষ্টিরও দরকার পড়ে না। এতে ক্লাসে পৌঁছাতে দেরি হয়, কেউ কেউ তো বাসা থেকেই বের হন না।”

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই সমস্যা হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা জানান, বর্ষা মৌসুমে এই অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারাও জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একই চিত্র দেখা যায়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা খুব শিগগিরই কার্যকরী ও টেকসই পদক্ষেপ নেব। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও জানান, পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়ন শুরু হবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

সামান্য বৃষ্টিতেই প্রায় হাঁটুপানি! নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

আপডেট সময় ০৫:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সামান্য বৃষ্টিতেই নোয়াখালী সরকারি কলেজ চত্বরে সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। এতে করে কলেজের হাজারো শিক্ষার্থীকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি হওয়া অল্প বৃষ্টিতেই কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের সামনের পথগুলো হাঁটু সমান পানিতে ডুবে গেছে। বিশেষ করে ক্লাস শুরু ও ছুটির সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “বৃষ্টি হলেই কলেজের সামনে ও ভিতরে পানি জমে যায়। অতিবৃষ্টিরও দরকার পড়ে না। এতে ক্লাসে পৌঁছাতে দেরি হয়, কেউ কেউ তো বাসা থেকেই বের হন না।”

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই সমস্যা হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা জানান, বর্ষা মৌসুমে এই অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারাও জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একই চিত্র দেখা যায়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা খুব শিগগিরই কার্যকরী ও টেকসই পদক্ষেপ নেব। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও জানান, পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়ন শুরু হবে।