সামান্য বৃষ্টিতেই নোয়াখালী সরকারি কলেজ চত্বরে সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। এতে করে কলেজের হাজারো শিক্ষার্থীকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি হওয়া অল্প বৃষ্টিতেই কলেজের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবনের সামনের পথগুলো হাঁটু সমান পানিতে ডুবে গেছে। বিশেষ করে ক্লাস শুরু ও ছুটির সময় শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “বৃষ্টি হলেই কলেজের সামনে ও ভিতরে পানি জমে যায়। অতিবৃষ্টিরও দরকার পড়ে না। এতে ক্লাসে পৌঁছাতে দেরি হয়, কেউ কেউ তো বাসা থেকেই বের হন না।”
একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই সমস্যা হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা জানান, বর্ষা মৌসুমে এই অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারাও জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একই চিত্র দেখা যায়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা খুব শিগগিরই কার্যকরী ও টেকসই পদক্ষেপ নেব। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়ন শুরু হবে।