ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সিলেট মহানগর আমিরের

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সিলেট মহানগর আমিরের

সিলেট এমসি কলেজে ছাত্র নির্যাতনের ঘটনায় দেওয়া বক্তব্যের কারণে সৃষ্ট বিতর্কের মুখে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান খবর ছড়িয়ে পড়ে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে।”

তিনি আরও বলেন, “আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রবিবার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হই।

বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিলো না।

তিনি বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমি আশা করব- তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্থ হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

প্রসঙ্গত, সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে তালামীযে ইসলামিয়ার সঙ্গে এক বৈঠকে জানায় জামায়াতে ইসলামী। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশও করেন।

বৈঠকে সিলেট মহানগর জামাতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, এমসি কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত।এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। এটা দুঃখজনক।

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সিলেট মহানগর আমিরের

আপডেট সময় ১০:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সিলেট এমসি কলেজে ছাত্র নির্যাতনের ঘটনায় দেওয়া বক্তব্যের কারণে সৃষ্ট বিতর্কের মুখে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান খবর ছড়িয়ে পড়ে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে।”

তিনি আরও বলেন, “আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রবিবার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হই।

বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিলো না।

তিনি বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমি আশা করব- তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্থ হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

প্রসঙ্গত, সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে তালামীযে ইসলামিয়ার সঙ্গে এক বৈঠকে জানায় জামায়াতে ইসলামী। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশও করেন।

বৈঠকে সিলেট মহানগর জামাতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, এমসি কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত।এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। এটা দুঃখজনক।