খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত ৩২ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই অসুস্থ হয়ে পড়েছেন। চলমান এই অচলাবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ আঁকড়ে থাকার মনোভাবকেই দায়ী করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই যে ভিসি তার চেয়ার পেয়েছেন, সেই চেয়ার নির্লজ্জের মতো আঁকড়ে ধরে শিক্ষাঙ্গনে এমন অস্থির পরিবেশ তৈরি করে রাখাটা অত্যন্ত দুঃখজনক। অচলাবস্থা নিরসনে ভিসির পদত্যাগ জরুরি।
তিনি আরও লেখেন, “কুয়েটে কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। শিক্ষা উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে ছাত্রদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে সাদ্দাম অনশনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
কুয়েট প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলন গত কয়েকদিন ধরেই চরম পর্যায়ে পৌঁছেছে। অনশনে বসা শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।